গতকাল জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এল অ্যাসোসিয়েশন (CULLA)এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ-হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্বাস্থ্য বিধিমালা অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিকাল ৩ টায় অনুষ্ঠান শুরু হলে এতে সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ও সেক্রেটারি মহোদয়গণ সশরীরে ও কেউ কেউ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রেসিডেন্ট ব্যারিস্টার কাজী শামসুল হাসান শুভ সদূর লন্ডন থেকে ভার্চুয়ালি নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ব্যারিস্টার তাজরুল হোসেন ও সেক্রেটারী ব্যারিস্টার হেলাল চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন বর্তমান কমিটি তাদের যোগ্য নেতৃত্বে অতীতের সকল কমিটির চাইতেও উজ্জ্বল্য ছড়াবেন।
বিদায়ী কমিটির পক্ষ থেকে কমিটির সেক্রেটারি মিয়া মোহাম্মদ কাউসার আলম সমীর নতুন কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি কে ফুল দিয়ে বরণ করে নেন । তিনি বলেন- ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন বারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের গত কয়েকটি নির্বাচন এর ফলাফল এর সাক্ষ্য বহন করে। তিনি আশ্বাস প্রদান করেন এই সংগঠনটি ও তার অতীতের সাফল্যের ধারা অব্যাহত রেখে আরো নব উদ্যমে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার মধ্যে যেকোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন বলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাচন কমিশনার এজাজুল হক এজাজ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্গানাইজিং সেক্রেটারি জোবায়দা গুলশান আরা জেমি ও ট্রেজারার আনোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়া, রফিকুল ইসলাম সোহেল, সোহরাব হোসেন পলাশ,রেজাউল করিম রেজা। এছাড়াও সাবেক সেক্রেটারি মোস্তাক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (চুয়েলসার) বর্তমান সেক্রেটারি ব্যারিস্টার ওসমান চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব ও কুমার দেবুল দে সহ অন্যান্যরা।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার হেলাল চৌধুরী স্বাগত ভাষণে বলেন-" বিশ্বব্যাপী করোনা নামক মহামারীর ভেতরেও হৃদয়ের টানে বন্ধুত্বের মায়ায় স্বাস্থ্যবিধি মেনে আজ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিশ্বাস করি অত্র কমিটি সংগঠনটি পূর্বে যেভাবে উজ্জলতা ছড়িয়েছে দিক বিদিক, আশা করি ভবিষ্যতে আমরা সম্মিলিতভাবে পূর্বের মত সংগঠনটিকে এগিয়ে নিতে সক্ষম হব।"
সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার মোহাম্মদ তাজরুল ইসলাম একইভাবে সংগঠনটি পূর্বের উচ্চতা ছাড়িয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।