সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত!

দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। এতে হাজারো আইনজীবী- বিচারপতি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু জাফর।জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দেজা বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজলসহ হাজারো আইনজীবী অংশগ্রহণ করেন।

জানাজার আগে খন্দকার মাহবুব হোসেনের জীবনী পাঠ করে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।এর আগে সকাল সাড়ে ৬টায় বসুন্ধরায় তার নিজ বাস ভবনের কাছে প্রথম জানাজা হয়। এরপর সকাল ৯টায় মিরপুরে খন্দকার মাহবুব হোসেনের প্রতিষ্ঠিত অন্ধদের কল্যাণে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে মিরপুর (বিএনএসবি) জানাজা হয়।এছাড়া বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত ঞয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা যান।

বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সী খন্দকার মাহবুব হোসেন। গত ২৮ ডিসেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

scroll to top