দুদকের মামলায় আসলাম চৌধুরী কে শ্যোন এরেস্ট দেখানো হলো ঢাকায়

বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে ২০১৯ সালের দুদকের এক মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে ঢাকায়। আজ ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে দুদকের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬(২) ধারায় অভিযোগে বিচারাধীন মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়। আদালত শুনানিঅন্তে আসলাম চৌধুরীকে জেলহাজতে প্রেরণ করেন।

আসলাম চৌধুরীর আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ জানান, মোহাম্মদ আসলাম চৌধুরী সাহেব ২০১৬ সাল থেকে জেলহাজতে আছেন এটা পুরো দেশবাসী জানলেও দুদক জানতো না! ২০১৯ সাল থেকে বিচারাধীন থাকলেও অজ্ঞাত কারণে শ্যোন এরেস্ট দেখানো হয় নি। তিনি জেল হাজতে থাকাবস্থায় সম্পদ বিবরণী চেয়ে নোটিশ ইস্যু করার কথা বলা হলেও তিনি তা পান নি। সিনিয়র আইনজীবী হিসেবে শুনানি করেন এডভোকেট মোসলেহ উদ্দিন জসিম। সাথে ছিলেন এডভোকেট কে এম খায়রুল করিব, এডভোকেট মোহাম্মদ তরিক উল্যাহ, বাবুল খান সহ অন্যান্যরা।

scroll to top