অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক নাসিম আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ আগস্ট) সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাপস কান্তি বালা বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।মামলার এজহারে বলা হয়, আসামি নাসিম আনোয়ার ২০২১ সালের ১২ আগস্ট দাখিলকৃত সম্পদ বিবরণীতে পাঁচ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৭৫৩ টাকা সম্পদ অজর্নের তথ্যাদি প্রদর্শন করেন। বিবরণী যাচাই করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি প্রদর্শিত সম্পদের মধ্যে এক কোটি ১২ লাখ ৯৭ হাজার ২৮৫ টাকার টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
তিনি সম্পদ গোপন করে এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত উক্ত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।