সুপ্রিম কোর্টে প্রয়াত ২৬৫ জন বিচারপতি ও আইনজীবীর স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে আপিল বিভাগের এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স শুরু হয়। কোনো বিরতি ছাড়া শেষ হয় বিকেল ৩টা ৪০ মিনিটে।
টানা ৬ ঘণ্টায় ২৬৫ জনের জীবনী নিয়ে আলোচনা করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।রেওয়াজ অনুযায়ী প্রথমে অ্যাটর্নি জেনারেল ২৬৫ জনের প্রত্যেকের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতি একইভাবে প্রত্যেকের জীবনী তুলে ধরেন। শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৬৫ জনের প্রত্যেকের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
প্রয়াত সবার পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানান। পুরো সময়ে এজলাস কক্ষে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক আইনজীবী ফুলকোর্ট রেফারেন্সে অংশ নেন।
প্রয়াত ২৬৫ জনের মধ্যে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, ১৬ জন বিচারপতি ও ২৪৮ জন আইনজীবী রয়েছেন। গত তিন বছরে তারা মারা গেছেন।ফুলকোর্ট রেফারেন্স শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির কোর্ট নিউজ ২৪ কে বলেন, সুপ্রিম কোর্টের ইতিহাসে আজ সবচেয়ে বেশি সময় ধরে ফুলকোর্ট রেফারন্স অনুষ্ঠিত হয়েছে। কারণ করোনাভাইরাসের কারণে বিগত তিন বছর ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়নি।
ফুলকোর্ট রেফারেন্সের কারণে আজ আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ছিল।