বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট জনাব আব্দুল জলিল মোহাম্মদ আলী (এ. জে. মোহাম্মদ আলী)। এ. জে. মোহাম্মদ আলীর বাবা এম এইচ খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। এ. জে. মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্টে বিভাগের আইনজীবি হিসাবে অনুমতি প্রাপ্ত হন এবং ১৯৮৫ সালে আপিল বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হন। তিনি ২৩ অক্টোবর, ২০০১ এ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এবং ৩০ এপ্রিল, ২০০৫ থেকে ২৪ জানুয়ারী, ২০০৭ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এ. জে. মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ. জে. মোহাম্মদ আলী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, উক্ত আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা সমূহ পরিচালনা করেন। তিনি ছাত্রজীবন থেকেই আমার রাজনীতির সাথে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি ২০০৮ সালের জাতীয় সাধারণ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নেত্রকোনা- ১ (কলমাকান্দা-দুর্গাপুর) থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এরপর ২০০৯ সালে বিএনপির জাতীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হন। অতঃপর ২০১৬ সালে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২০১৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ২০২১ সালে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটিতে তিনি সদস্য হয়েছেন।
MMN/AE