আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানাকে দুটি পৃথক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি পৃথক দুটি রায়ে এ দণ্ডাদেশ দেন।
আবদুল মান্নান রানা নগরীর গোসাইলডাঙ্গা এলাকার আবদুল আজিজের ছেলে।
প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চেক প্রতারণা মামলায় আবদুল মান্নান রানার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেছিলেন তার ভগ্নিপতি আবদুল্লাহ আল হারুন।
তিনি নগরীর কোতোয়ালী থানাধীন চৈতন্য গলি এলাকার বাসিন্দা।
এদিন আদালতের রায় ঘোষণার সময় আবদুল মান্নান রানা আদালতে হাজির ছিলেন না। পরে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।