ডুলার সভাপতি খোকন, সম্পাদক জয়নাল ও যুগ্ম সম্পাদক মাকসুদ!

ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) দ্বি-বার্ষিক নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।বৃহস্পতিবার দিনব্যাপী সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এদিন ৭৩২ জন ভোটারের মধ্যে ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ফলাফলে দেখা গেছে, ২৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আইন সমিতি ও ডুলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। ডুলার বর্তমান সভাপতি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ১৯৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। আর সম্পাদক পদে অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া।

এ নির্বাচনে সর্বোচ্চ ৩৭১ ভোটে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং ৩৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: আনিসুজ্জামান এবং ২৬৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সৌমিত্র সরদার।

ডুলার বিজয়ী সেক্রেটারি হিসেবে নির্বাচিত জনপ্রিয় আইনজীবী কাজী জয়নাল আবেদীন,আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ভাই-বোনদের সরাসরি ভোটে এ গুরু দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি,আশা করছি আমার উপর অর্পিত দায়িত্ব সবাইকে নিয়ে পালন করতে সদা সচেষ্ট থাকবো।

ডুলার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন তুহিন। কমিশনের সদস্য হিসেবে ছিলেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হোসেন লিপু, সেলিনা আক্তার ও মানজুর আল মতিন।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দিতাপূর্ণ এই নির্বাচনের ফলাফল রাত ৯টা ৫৫ মিনিটে ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে সর্বোচ্চ ভোটে সদ্য নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ বলেন,ভ্রাতৃপ্রতিম সংগঠন হলেও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে জয়লাভ করে এ সংগঠনের প্রতি দায়বদ্ধতা বেড়ে গেছে। নির্বাচনের জয় পরাজয় থাকবেই তবুও সবাইকে নিয়েই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে বরাবরের মতো অত্র সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনা ও সাধারণের প্রত্যাশার আলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।

scroll to top