রাজধানীর গুলশানে বীর মুক্তিযোদ্ধার কন্যা ও কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ ৮ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরেক দফা পেছাল। পরবর্তী তারিখ নির্ধারণ করা হলো ১৩ জুলাই।
মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. আলাউদ্দিন আজ বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।
এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৪তম বার সময় নিলো পিবিআই।