কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের (কুসিক) ফলাফল প্রত্যাখান করেছেন এই সিটির টানা দুই মেয়াদের মেয়র মনিরুল হক সাক্কু। নিজের হ্যাটট্রিক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সাক্কু বলছেন, পরিকল্পনা করে তাকে ৩৪৩ ভোটে হারানো হয়েছে। আর এই অভিযোগে তিনি আদালতে রিট করে আইনি ব্যবস্থা নেবেন মর্মে জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলে জানানো হয়েছে, ১০৫টি কেন্দ্রে রিফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। আর তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।
নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মনিরুল হক সাক্কু বলেন, গুটিকয়েক কেন্দ্রের ফল আটকে রাখা হয় পরিকল্পিতভাবে। আমি হারিনি। কিন্তু আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমার হিসাবে ৯৮০ ভোটে এগিয়ে ছিলাম। শেষ মুহূর্তে ফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে। ভোট পুনরায় গণনার জন্য আমি আদালতে রিট করব, আইনি ব্যবস্থা নেব।