পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ছাত্রদলের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।জামিন না পাওয়া দুই নেতা হলেন- ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ আইনজীবী সমিতির শিক্ষানবিশ আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক আব্দুর রহমান বাবু।এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।এর আগে, গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শুক্রবার (২০ মে) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা বাহিনী।পরে ধানমন্ডি থানা পুলিশের টিম সেখানে গেলে ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবনকে গ্রেপ্তার করতে গেলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দেন। এ সময় আজিজুর রহমান আজিজ ও আব্দুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ।
এ বিষয়ে অত্র মামলার আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, অস্ত্র মামলার ১ নং আসামী একজন শিক্ষানবিশ আইনজীবী। আগামী ২৭ মে তার বার কাউন্সিল পরীক্ষা থাকায় তিনি প্রবেশপত্র সংগ্রহের জন্য মূলত ঢাকায় এসেছিলেন কিন্তু তা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনী তাকে মিথ্যা এ মামলায় জড়িত করেছে। আদালতের আদেশের বিরুদ্ধে আমরা খুব শীঘ্রই মহানগর দায়রা আদালতে ক্রিমিনাল মিসকেস ফাইল করবো।