অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে রোববার নমুনা পরীক্ষা করেছিলেন তিনি। তাতে ফল ‘পজিটিভ’ আসে।

অ্যাটর্নি জেনারেল সোমবার কোর্ট নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামান্য সর্দি কাশি হয়েছিল। পরে গতকাল (রোববার) কোভিড টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে।”

সংক্রমণ ঘটলেও বড় কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ৫৯ বছর বয়সী আমিন উদ্দিন।বাসাতেই আইসোলেশনে আছি। শারীরিক কোনো সমস্যা নাই। এমনকি সর্দি-কাশিও নাই। ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।”

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর এ এম আমিন উদ্দিন এ পদে নিয়োগ পান।

তিনি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

scroll to top