‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান আইনজীবী পরিবার’ সংগঠনের যাত্রা শুরু!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান আইনজীবী পরিবার নামে নতুন এক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। শনিবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এ সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন মো. শাহ্-আলম, মোহাম্মদ হাসিবুর রহমান, আব্দুল আওয়াল নুর, মো. আশরাফ উদ্দিন খান, মো. তারিকুল ইসলাম হীরা ও শাহানা পারভীন।

মাহবুর ইবনে আইয়ুব সাগরকে সভাপতি ও জামিলুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নয় সদস্যের একটি কার্যকরী পরিষদ কমিটি গঠন করা হয়।

কমিটিতে নয়জন কার্যকলী সদস্য রয়েছেন।কার্যকরী পরিষদে রয়েছেন, সহসভাপতি মানবেন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. রেজওয়ান আহমেদ (চয়ন), সাংগঠনিক সম্পাদক কে এম জুলিয়াস শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. জাকারিয়া খান, প্রচার সম্পাদক মাইনুদ্দীন রুবেল, দপ্তর সম্পাদক মো. সিরাজুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ইয়াসমীন লিমা।

কার্যকরী সদস্যরা হলেন মো. ইউসুফ খান রাজিব, আবু জোবায়ের হোসেন, আল রেজা আমীন, রুহুল আমীন, গাজী রাকিবুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আল কুদরত এপোলো, শেখ মোহাম্মদ মাহমুদুল করিম ও ইকরামুল কবির রোমেল।

scroll to top