গতকাল বৃহত্তর ময়মনসিংহ সুপ্রীমকোর্ট যুব আইনজীবী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী দেওয়ান হুমায়ুন কবির (রিপন) ও সাধারন সম্পাদক হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ বদরুল আলম (জিয়ন) নির্বাচিত হয়েছেন।
‘বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট যুব আইনজীবী কল্যাণ সমিতি’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্তর্গত ও নিবন্ধিত আইনজীবীদের পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের একটি সামাজিক সম্প্রীতির বন্ধন। অত্র যুব আইনজীবী সমিতির সদস্যগণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও সাবেক বৃহত্তর ময়মনসিংহের অন্তর্গত জেলা সমূহ যথাক্রমে-ময়মনসিংহ ,টাঙ্গাইল ,জামালপুর , নেত্রকোনা , কিশোরগঞ্জ ও শেরপুরের বাসিন্দাদের সমন্বয়ে গঠিত।উল্লেখ্য যে অত্র সংগঠনের নবনির্বাচিত বর্তমান সভাপতি দেওয়ান হুমায়ুন কবির রিপন টাঙ্গাইল জেলার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল আলম জিয়ন কিশোরগঞ্জ জেলার সন্তান।
উক্ত নির্বাচন পরিচালনা অনুষ্ঠানে ময়মনসিংহ যুব আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সুপ্রিম সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলএল.এম অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিলুল্লাহ কাশেম, অ্যাডভোকেট মুক্তাদির উজ্জ্বল ছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট দেওয়ান হুমায়ুন কবির রিপন কোর্ট নিউজ টুয়েন্টি ফোর কে বলেন,‘অত্র ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অত্র সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র সংগঠনের সকল সদস্যদের সুখে দুখে পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করছি।’
অত্র সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল আলম জিয়ন এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট যুব আইনজীবী কল্যাণ সমিতিতে এহেন গুরু দায়িত্বে নির্বাচিত হয়ে দায়বদ্ধতা বেড়ে গিয়েছে। অত্র সংগঠনের সকল সদস্যের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান আমার কাজের মাধ্যমে দিতে চাই।