বিডিনিউজ সম্পাদকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুদকের মামলায় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে মামলা চলমান থাকায় বৃহস্পতিবার এ নির্দেশ দেন আদালত।জামিন বাতিল প্রশ্নে রুলের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।

একই সঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তি করে রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন আদালত।জ্ঞাত আয়বহির্ভূত ৪২ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে জমা দেওয়ার অভিযোগে ২০২০ সালে খালিদীর বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান বলেন, খালিদী ‘ভুয়া নথি’ তৈরি করে অবৈধভাবে এই অর্থ অর্জন করেছেন। পরে নিম্ন আদালত থেকে জামিন পান খালিদী। তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

scroll to top