সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মুবিন স্ট্রোক করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রনজু।তিনি জানিয়েছেন, বিচারপতি এ এস এম মুবিন গত শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে স্ট্রোক করেন। পরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এ আইনজীবী বিচারপতি মুবিনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার দোয়া চেয়েছেন।সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন (যিনি বিজয় -৭১ ভবনের ১১ নম্বর বেঞ্চের প্রিজাইডিং জাজ) স্যার রাত (শনিবার) ২টায় স্ট্রোক করেছেন। স্যার এখন ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তায়ালা যেন স্যারকে দ্রুত সুস্থতা দান করেন।
বিচারপতি এ এস এম মুবিন ১৯৮৫ সালে সিলেট জেলা জজ আদালতে (বারে) যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করেন। ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১৮ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি করা হয়। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাটুলিতে।