মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির দুই সদস্যকে নিয়ে পালিয়েছে জঙ্গিরা

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই আসামি পালিয়ে গেছে। মইনুল ও আবু সাঈদ নামে ওই দুই আসামি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে জানা গেছে।

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে ‘গ্যাস স্প্রে’ করে লাপাত্তা হন তারা।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

scroll to top