সুপ্রিম কোর্টের আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লীগ (এসপিএল)’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।উদ্বোধনের আগে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সারাদিন পেশাগত কর্মব্যস্ততার পর আইনজীবীদেরও রিক্রিয়েশন প্রয়োজন। চিত্তবিনোদনের ব্যবস্থা না থাকলে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল। বারের সভাপতি ছাড়াও সুপ্রিমকোর্ট বারের কাযনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত আইনজীবীদের এ ক্রিকেট টুর্নামেন্টে ৩৯টি দল অংশ নিয়েছে। প্রতিটি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবেন। খেলবেন ছয় সদস্য, আর খেলা হবে ছয় ওভারে। এরমধ্যে নারী আইনজীবীদের রয়েছে দুটি দল এবং বিচারকদের নিয়ে রয়েছে একটি দল।বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে একটি প্রতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যার পরে খেলবেন সুপ্রিম কোর্টের নারি আইনজীবীরা। শুক্রবার (১১ নভেম্বর) খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকার কারণে সেটি পিছিয়ে শনিবার খেলার দিন নির্ধারণ করা হয়েছে।