শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মামাতো ভাইয়ের মৃত্যুদণ্ড!

রাজধানীর দক্ষিণখানে ১১ বছর আগে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় মামাতো ভাই রায়হান আহমেদ মাসুদকে (৩০) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর এক ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।রায়ের আদেশে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই আইনের ৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি রায়হান ২০১১ সালের ১০ এপ্রিল অপহরণ করে রাত সাড়ে ১১টা থেকে পরদিন দুপুর পর্যন্ত রাজধানীর দক্ষিণখান এলাকার আশকোনার এক আবাসিক হোটেলে নিয়ে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ২০১১ সালের ১২ এপ্রিল ভুক্তভোগীর বড় ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩ জুলাই রায়হানকে আসামি করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

scroll to top