চট্টগ্রামে ২৯ কোটি টাকা আত্মসাতের দুদকের মামলায় তিন ডাক অপারেটর কারাগারে!

জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের ২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিন ডাক অপারেটরকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছার আদালতের হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) তিন ডাক অপারেটর। শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

কারাগারে যাওয়া তিন ডাক অপারেটর হলেন, মো. জয়নাল আবেদীন, কবির আহমেদ ও মো. হাসান।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, চট্টগ্রাম জিপিওর তিন কর্মচারী সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রাথমিকভাবে গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম জিপিওর সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ এবং পোস্টাল অপারেটর সরওয়ার আলম খানের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল। ওই মামলার আগেই জিপিও কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে দেয়। পরে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এ মামলার তদন্তে, তদন্ত কর্মকর্তা বিভিন্ন গ্রাহকের ৯টি সঞ্চয়ী ও একটি মেয়াদি হিসাবের বিপরীতে মোট ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩০০ টাকা আত্মসাতের সত্যতা পান। গত ৭ আগস্ট এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের অর্থ সঠিক হিসাবের পরিবর্তে ভুয়া হিসাবে জমার পর উত্তোলন করেন তারা। অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম জিপিওর সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ-৪, পোস্টাল অপারেটর সরওয়ার আলম খান, পোস্টাল অপারেটর জয়নাল আবেদীন-৩, পোস্টাল অপারেটর কবির আহমেদ ও পোস্টাল অপারেটর মো. হাসান-৩।

scroll to top